বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?

Mar 7, 2023

বিয়ের অন্তত এক মাস আগে থেকে রূপচর্চা শুরু করুন। কারণ ত্বকের যেকোনো সমস্যা সমাধানের জন্য অন্তত এক মাস সময় আপনাকে দিতে হবে। এই সময়ে কোনো এক্সপেরিমেন্ট নয়। ত্বকের ধরন বুঝে সঠিক উপায়ে সেলফ কেয়ার করুন। তাহলে চলুন জেনে নেই কিছু ঘরোয়া রূপচর্চার উপায়।

হবু কনের স্কিনকেয়ার

১) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য উপটান

১ মাসেই ব্রাইট স্কিন পেতে উপটান দারুণ কার্যকরী। সপ্তাহে ২ বার অ্যাপ্লাই করুন, এতে ভালো ফলাফল পাবেন।

উপকরণ

  • উপটান– ২ চা চামচ
  • টকদই- সামান্য

সব উপকরণ একসাথে মিক্স করে স্মুথ পেস্ট করুন। উপটান ফেইসে লাগিয়ে ২০ মিনিট রাখুন, শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ডাক সার্কেল, কালো দাগ দূর হবে। সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। সানট্যান থাকলে সেটাও কমে আসবে।

২) ড্রাই স্কিনের জন্য নারিশিং ফেইস মাস্ক

ত্বকের শুষ্কতা নিয়ে টেনশন? সপ্তাহে ২ দিন ব্যবহার করুন নারিশিং ফেইস মাস্ক।

উপকরণ

  • মধু- ১ চা চামচ
  • দুধ- ১ চা চামচ
  • গোলাপজল- ১ চা চামচ
  • চন্দন গুঁড়ো– ২ চা চামচ

সবগুলো উপাদান একসাথে মিক্স করে ফেইসে অ্যাপ্লাই করুন। ১৫ মিনিট রেখে ভালোভাবে ফেইস ধুয়ে নিন। এই উপাদানগুলো ত্বকে নারিশমেন্ট প্রোভাইড করে এবং ত্বককে রাখে হেলদি।

একনে প্রন ও অয়েলি স্কিনের জন্য ফেইস মাস্ক

যাদের স্কিন একটু বেশি অয়েলি এবং মাঝে মধ্যেই ফেইসে একনে দেখা দেয়, তাদের জন্য মুলতানি মাটির ফেইস মাস্ক খুব ভালো কাজ করে। যারা একনে প্রবলেম ফেইস করছেন তারা সপ্তাহে ২ বার এটি ইউজ করতে পারেন।

উপকরণ

  • শসার রস- ১ চা চামচ
  • মুলতানি মাটি– ২ চা চামচ
  • মধু- সামান্য

প্রথমে শসা খোসাসহ গ্রেট করে পানি বের করে নিন। তারপর একে একে মুলতানি মাটি ও মধু মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মাস্ক ফেইসে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর আলতো হাতে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বিয়ের আর কয়দিন বাকি, কীভাবে ত্বকের যত্ন নিবো?

বিয়ের আগে ঘরেই ফেসিয়াল করে নিতে পারেন। আর বেসিক স্কিনকেয়ার রুটিন রেগুলার ফলো করা কিন্তু মাস্ট। কোন কোন প্রোডাক্ট দিয়ে এই সময় আপনি ত্বকের যত্ন নিতে পারেন, সেটা দেখে নিন এখন-

১) ক্লেনজার

ত্বকের কন্ডিশন বুঝে একটি ভালো মানের ক্লেনজার বেছে নিন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে ক্লেনজার দিয়ে ফেইস ক্লিন করুন। মনে রাখবেন, অপরিষ্কার ত্বকই কিন্তু একনে, র‍্যাশ ও অন্যান্য স্কিন প্রবলেমের প্রধান কারণ। তাই সব সময় ত্বক পরিষ্কার রাখুন।

২) সিরাম

স্কিনের স্পেসিফিক কনসার্নকে টার্গেট করে কাজ করে সিরাম। সিরাম এমনভাবে তৈরি করা হয় যাতে এতে থাকা অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট খুব সহজেই স্কিনের ডিপ লেয়ারে প্রবেশ করতে পারে। অনেক ধরনের সিরাম আছে, এগুলোর একেকটির কাজ একেকরকম। তাই ত্বকের ধরন ও কনসার্ন বুঝে সেরা সিরামটি বেছে নিতে হবে। রেগুলার ইউজের জন্য ২/৩ ফোঁটা সিরামই যথেষ্ট। একনে প্রবলেম থাকলে স্যালিসাইলিক অ্যাসিড, ওপেন পোরস কমাতে নিয়াসিনামাইড, ব্রাইটেনিং এর জন্য ভিটামিন সি বা আলফা আরবুটিন বেছে নিন।

Share:

Related Blogs