নেইল পলিশ দিতে সবারই ভালো লাগে। আর শুধু এই নেইল পলিশ দিয়েই যদি ঘরে থাকা কয়েকটি জিনিস ব্যবহার করে নখের সাজে একটু ভিন্নতা আনা যায়, তাহলে তো ভালোই হয়, তাই না? কিভাবে সহজেই নেইল আর্টে নখকে রাঙিয়ে তোলা যায়, সেটাই আজ আমরা দেখবো।
Delete confirmation message