আচ্ছা বলুন তো, আমরা কেন হাইলাইটার ইউজ করি? ফাউন্ডেশন, কনসিলার, প্রেসড পাউডার এসব অ্যাপ্লাই করলেই তো হয়ে যায়। আলাদা করে হাইলাইটারের কী প্রয়োজন? আমাদের ফেইসের কিছু হাইলাইটিং পয়েন্ট আছে। এটির সাহায্যে এই এরিয়াগুলো এনহ্যান্স করে ইয়ুথফুল, গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করা যায়। এই এরিয়াগুলোতে ন্যাচারালি লাইট হিট করে বলে হাইলাইটার অ্যাপ্লাইয়ে মেকআপ লুক আরও বেশি গ্লোয়ি ও ডিউয়ি হয়ে ওঠে।
হাইলাইটার অ্যাপ্লাই করার আগে আমাদের জানতে হবে হাইলাইটিং পয়েন্টগুলো সম্পর্কে। ফেইসের কয়েকটি হাইয়েস্ট পয়েন্ট আছে। যেমন-
এই এরিয়াগুলোতে লাইট ডিরেক্ট হিট করে। তাই হাইলাইট করতে হবে এই এরিয়াগুলোকেই। কিন্তু ভুল জায়গায় অ্যাপ্লাইয়ের কারণে প্রোপারলি ফিচারগুলো হাইলাইটেড হয় না। তাই সঠিক নিয়মে হাইলাইটার অ্যাপ্লাই করা জরুরি।
ফেইসের হাইলাইটিং পয়েন্টস সম্পর্কে তো জানা হলো। কিন্তু কীভাবে অ্যাপ্লাই করলে ফেইসে গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট হবে সেটা কি জানেন? চলুন তাহলে এ বিষয়েই এখন জানা যাক।
অনেকে চিকবোনের বাইরে অথবা নিচে হাইলাইটার অ্যাপ্লাই করেন। এতে ফেইস দেখতে ওয়াইড লাগে। হাইলাইটার অ্যাপ্লাইয়ের বেস্ট প্লেস হচ্ছে চিকবোনের ঠিক উপরে অ্যাপ্লাই করা। এতে ফেইস লিফটেড দেখায় এবং বোন স্ট্রাকচার এনহ্যান্স হয়। ফেইসের এই হায়ার পয়েন্টে যখন লাইট পড়ে, তখন ফেইস আরও ইয়াংগার লুকিং ও ফ্রেশ লাগে।
এটি ফেইসের হাই পয়েন্ট। ফেইসে ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য ফোরহেড সেন্টারে খানিকটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিন। হেয়ার লাইনের সেন্টার থেকে নোজ ব্রিজের উপর পর্যন্ত স্ট্রেইট ডাউনওয়ার্ড করে লাগিয়ে নিন। আপনার ফোরহেড যদি ছোট হয় তাহলে হাইলাইটারের সাহায্যে খুব সহজেই বড় দেখানো যায়। যাদের স্কিন বেশি অয়েলি তারা এটি স্কিপ করতে পারেন।
হাইলাইটার মানেই যে হাইয়েস্ট পয়েন্টগুলোতে বেশি বেশি অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু মোটেও নয়। অনেকে পুরো নোজে হাইলাইটার অ্যাপ্লাই করেন। এতে নোজ আরও বেশি পয়েন্টি লাগে। তাই ন্যাচারাল ও গ্লোয়ি লুকের জন্য নোজের ঠিক উপরে ও নিচের অংশে অ্যাপ্লাই করুন। রেডিয়েন্ট লুক ক্রিয়েট করার জন্য নোজ হাইলাইটিং হতে পারে গেইম চেঞ্জার।
চিন এরিয়া এনহ্যান্স করার জন্য শুধু মিডল অংশে হাইলাইটার ইউজ করতে হবে। নইলে দেখতে আনন্যাচারাল লাগবে।
অনেকেই আই ব্রো বোনের পুরো এরিয়া হাইলাইট করেন। এটি দেখতে বেশ আনন্যাচারাল লাগে এবং আই শেইপ সঠিকভাবে ডিফাইন হয় না। ব্রো বোন এর ঠিক নিচের অংশে হাইলাইটার ইউজ করুন। এতে আই এরিয়া প্রোপারলি ডিফাইন হবে।
ফেইসের ডালনেস যেন বোঝা না যায় সেজন্য আই ইনার কর্ণারকে হাইলাইট করা জরুরি। তবে খেয়াল রাখবেন বেশি পরিমাণ হাইলাইটার যেন ইউজ করা না হয়। এতে ফেইস ওভার ড্রামাটিক দেখাতে পারে। আইলুক এনহ্যান্স করার জন্য আই ইনার কর্ণারে অল্প পরিমাণ হাইলাইটার অ্যাপ্লাই করে নিন।
আই এরিয়া ব্রাইট করার জন্য আপনাদের একটি ট্রিকস জানিয়ে রাখি। মেকআপ করার পরও চোখের নিচের ডার্ক সার্কেল নিয়ে অনেকের দুশ্চিন্তা শেষ হয় না। এমন হলে আন্ডারআই কনসিলারের সাথে এক ড্রপ ক্রিমি হাইলাইটার মিক্স করে নিন। এতে ডার্ক সার্কেল নিউট্রালাইজ হবে এবং চোখের আশেপাশের এরিয়া আরও ব্রাইট হয়ে উঠবে।
লিপস্টিক অ্যাপ্লাই করা শেষে কিউপিড বো’র উপর খানিকটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিন। এতে লিপস দেখতে ফুলার লাগবে। সেই সাথে লিপ কালারকেও হাইলাইট করবে।
ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা কোনো পার্টিতে, আউটফিটের সাথে মিলিয়ে লিপস্টিক লাগাতে প্রতিটি মেয়েই ভালোবাসে। সেই সাথে শেইডস নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট তো চলেই! বাংলাদেশের বিউটি সেক্টরে নিরভানা কালার বেশ পরিচিত একটি নাম। সম্প্রতি ব্র্যান্ডটি Nirvana Color Matte Color Bullet এর ৬টি শেইডস নিয়ে এসেছে। এর আগেও তাদের লিপস্টিক আমার ইউজ করা হয়েছে। এবার যে লিপস্টিকগুলো ব্র্যান্ডটি এনেছে তার প্রত্যেকটি কালার সুন্দর। আমি তো বলবো, অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে এগুলো মাস্ট হ্যাভ! আজ আপনাদের এই ৬টি বুলেট লিপস্টিকের রিভিউ শেয়ার করব।
View More