কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে খেয়াল রাখুন ৪টি বিষয়!

কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে খেয়াল রাখুন ৪টি বিষয়!

Mar 7, 2023

কার্লি হেয়ারে স্টাইলিং

চুলের ধরন যেমনই হোক না কেন, চুল হেলদি হলে স্টাইলিং করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। অনেকেই মনে করেন, কার্লি হেয়ার মানেই ফ্রিজি, রাফ! কিন্তু না, সহজ ৪টি ধাপ মেনে চললে কোঁকড়া চুলেও স্টাইল করা অনেক সহজ হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এখনই।

খেয়াল রাখুন ৪টি বিষয়ে

১) হাইড্রেটিং শ্যাম্পু বেছে নিন

স্ক্যাল্প ও চুল পরিষ্কার করতে বেছে নিন সঠিক শ্যাম্পু। হাইড্রেটিং ফর্মুলার শ্যাম্পু চুলকে ড্রাই না করেই ডার্ট ও অয়েল ক্লিন করে। প্রথমে চুল কাঠের চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়িয়ে নিন যাতে জট না থাকে। এবার চুল ও স্ক্যাল্প ভিজিয়ে  শুধুমাত্র গোড়াতে শ্যাম্পু দিয়ে ম্যাসাজ করুন। তারপর সেই শ্যাম্পুর ফেনা দিয়ে বাকি চুল ধুয়ে ফেলুন। হাইড্রেটিং শ্যাম্পু কার্লি হেয়ারের রুক্ষতা দূর করে চুলের ময়েশ্চার ধরে রাখে। বার বার হার্শ ইনগ্রেডিয়েন্টযুক্ত শ্যাম্পুর ব্যবহার চুলকে রাফ করে দিতে পারে। তাই শ্যাম্পু সিলেকশনে সচেতন হোন।

২) নারিশিং হেয়ার মাস্ক ব্যবহার করুন

শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করতে হয়, এটা তো সবার জানা। কিন্তু যেদিন চুলে স্টাইলিং করবেন, সেদিন একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। শ্যাম্পু করার পর চুলে নারিশিং হেয়ার মাস্ক বা ডিপ কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুলের রুক্ষতা কমিয়ে আনতে সাহায্য করে। চুল থাকবে শাইনি ও ম্যানেজেবল অল ডে লং! ভেজা চুলে হেয়ার মাস্ক ব্যবহার করে ৩-৪ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩) ভালোমানের হেয়ার সিরাম চুজ করুন

কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে সিরাম অ্যাপ্লাই করতে ভুলবেন না যেন। ফ্রিজিনেস কন্ট্রোল করে হেয়ারে শাইনি লুক দেয়, এমন সিরাম বেছে নিন। সিরাম চুলের হাইড্রেশন আর ময়েশ্চার রিস্টোর করে, রুক্ষতা কমিয়ে চুলকে করে ম্যানেজেবল আর শাইনি। এছাড়া হেয়ার ব্রেকেজও প্রিভেন্ট করে। হাতে অল্প করে সিরাম নিয়ে হালকা ভেজা চুলে অ্যাপ্লাই করুন। এবার চুল শুকিয়ে গেলে ইচ্ছেমতো স্টাইলিং করতে পারেন!

৪) হিট প্রোটেকটর স্প্রে স্কিপ করবেন না

ব্লো ড্রাই বা হেয়ার স্ট্রেইট করার সময় সেই হিট বা গরম বাতাস চুলের টেক্সচারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ব্লো ড্রাইয়ার অথবা স্ট্রেইটনার ব্যবহার করার আগে চুলে হিট প্রোটেকটর স্প্রে ব্যবহার করে নিন। এতে হেয়ার ড্যামেজের চান্স অনেকটাই কমে যায়।

Share:

Related Blogs