সব মেয়েদের কাছে সুন্দর চুল যেন আরাধ্য বস্তু! চুল ছোট হোক কিংবা বড়, আমাদের সবারই চাই সুন্দর ঝলমলে চুল। আর সুন্দর চুলের জন্য প্রয়োজন সঠিক যত্ন। চুলের যত্নে প্রথমেই যা দরকার তা হলো শ্যাম্পু। কারণ শ্যাম্পু একদম বেসিক প্রোডাক্ট যা আমাদের চুল ও স্ক্যাল্পকে ক্লিন রাখতে সাহায্য করে। তবে স্ক্যাল্পের ধরন অনুযায়ী শ্যাম্পু বাছাই করাটাও জরুরি। এই শ্যাম্পু সিলেকশন নিয়ে বেশ কিছু কনফিউশন ক্লিয়ার করবো আজ।
সালফেট মূলত একটি সারফেকট্যান্ট যার অর্থ এটি তেল ও পানি উভয়কেই আকর্ষণ করে। এটি সাবান, শ্যাম্পু, ক্লেনজার, যেকোনো প্রোডাক্টের ফোমিং বা লেদারিং বৈশিষ্ট্যের জন্য দায়ী। সালফেট খুবই কার্যকরী একটি ক্লেনজিং ইনগ্রেডিয়েন্ট যা সব ধরনের ইমপিওরিটিস প্রোপারলি দূর করে। শ্যাম্পুতে সালফেট ব্যবহারের প্রধান কারণই হলো যাতে এটি স্ক্যাল্পে জমে থাকা ময়লা, সেবাম খুব সুন্দর ও সহজভাবে পরিষ্কার করতে পারে।
কিন্তু মাত্রাতিরিক্ত ব্যবহার অনেক সময় মাথার ত্বককে অতিরিক্ত পরিষ্কার করে ফেলে, যার ফলে মাথার ত্বকের ন্যাচারাল অয়েলও রিমুভ হয়ে যায়! তবে সালফেটের এই বৈশিষ্ট্য যাতে চুল ও স্ক্যাল্পকে ওভারড্রাই না করে ফেলে তাই সালফেট যুক্ত শ্যাম্পুগুলোতে বেশ কিছু ময়েশ্চারাইজিং বা emollient উপাদানও ব্যবহার করা হয় এবং শ্যাম্পুগুলোকে এমনভাবেই ফর্মুলেট করা হয় যাতে তা চুলকে অতিরিক্ত শুষ্ক না করে ফেলে। এই কারণেই শ্যাম্পুর পর কন্ডিশনার অ্যাপ্লাই করার কথা বলা হয়, যাতে চুলের ন্যাচারাল ময়েশ্চার লেভেল রিস্টোর হতে পারে।
ঢেউখেলানো কোঁকড়া চুল দেখতে দারুণ লাগে, কিন্তু এই ধরনের চুল মেনটেইন করা বেশ ঝামেলার। কোঁকড়া চুলের অধিকারীরা প্রায়ই চুল নিয়ে বিপাকে পড়েন। দেখা গেলো, বেশ সময় নিয়ে সেজেগুজে পরিপাটি হয়ে বাইরে বের হলেন, কিন্তু কিছুক্ষণ পরই চুল একদম পাখির বাসার মতো হয়ে আছে! এই সিচুয়েশন কি আপনিও ফেইস করেছেন? কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে চুল ঠিকভাবে প্রিপেয়ার করে নিলে এই পরিস্থিতিতে আপনাকে আর পড়তে হবে না! শুধু কার্লি হেয়ার না, যাদের চুল ওয়েভি তাদেরও কিন্তু সেইম অবস্থা। চলুন জেনে নেই হেয়ার স্টাইলিং এর আগে কোন কোন বিষয়ে আপনাকে নজর দিতে হবে, সে বিষয়ে বিস্তারিত।
View More